একটা গোটা বছর চলে গেল আতঙ্ক ও যন্ত্রনায়
কালের ইতিহাসে দু'হাজার কুড়ি মানবজীবনের অভিশপ্ত বছর
প্রতিদিন সূর্য ওঠে  , প্রতিদিন চাঁদ দেখি
কোথাও যেন একগুচ্ছ আনন্দ ঘরের মধ্যে  একা একা
বদলেছে শিক্ষা অন্তরে অন্তরে
বঙ্গজীবনের জীবন কথা কতনা ছক ভাঙা সংসারে


দু'হাজার কুড়ি সৌজন্যে  শূন্যতায় পূর্ণ
শিক্ষার প্রাঙ্গনে  অন্ধকার নামে
স্তব্ধ জনজীবনে  এক মেঘ কান্না
শ্মশান যাত্রায় কতশত বাঙালির অহংকার  ডুবে
পাশাপাশি বিষাদে ডুবে গ্রাম শহর আমফানে
আর রাজনীতিকরণের প্রকাশ্য ভাবনা  


নিজস্ব বেদনায়  কোভিডের কালো ছায়ায় বিশ্বব্যাপী
তবুও এতো অন্ধকারের মাঝে
এক সকাল আলোর উৎসে পথযাত্রী বাঙালি
চনমনে প্রত্যাশাতে...


দু'হাজার একুশের সকাল...