১.
ধর্ম ও রাজনীতি


এই গ্রাম -সকালের রোদে
কুয়াশামাখা ঘাসের প্রান্তে দাঁড়িয়ে
কমঠ'এর থেকে একনজর; এই পৃথিবী
ধর্ম ও রাজনৈতিকদের অসম্ভব ইশারা


মানুষের ঘুমের ভেতর অস্থির রুটিন
রাজনীতি মনিষীর অবিরত জুয়াড়ির খেলা
পৃথিবীর সেই রোদের ভোরে
রোমাঞ্চিত প্রতি ধর্মের  কাছে
রাজনৈতিক মূল্যবান বন্ধক


অস্পষ্ট মৃত্যুর সাথে স্বপ্নে বিভোর।



২.
মানব কর্তব্য


সামনে প্রতিক্ষায় নীতি
আমাদের প্রাণের ভেতর
অন্ধকার অজানিত জতুগৃহে স্বল্প শীতলতা ভেবে
শান্ত স্থির মুখের একে একে  অনুভব
মনে হয় রক্ত— রঙিন প্রাসাদ — সমাজ নীতি
চেয়ে আছে  মানুষের ভোগ লালসায়


অবিরল মৃত্যুর ছাঁচে
মানব কর্তব্য -নিরুদ্দেশ —দিনরাত।