দুঃখের কাছে কিছুটা সময় রেখে
হেঁটে যায় দিন ও রাতের কথা
আকাশে তারাদের মাঝে গুনগুন সুর
নীরবতার প্রস্তর ভাঙে


দুঃখের চালচিত্র  শূণ্যতার মহাহৃদয়
ভয়ে, উৎসাহে উৎসবে নেমে আসে
রোজ রোজ কোলাজ এঁকে চলে
প্রতিটি পথের শেষে, আরেকটি শুরুতে
যেখানে জীবন কাঁদে সুপ্রাচীন কাল ভোরে


এক-একটা অন্ধকার রেখে যায়
দুঃখের কাছে কিছুটা সময়!