১.
সবুজ ঘেরা ঘর


সকালে উন্মুক্ত পথে হাঁটি

সবুজ ঘেরা ঘরগুলোর উঠানে  দেখি কুয়াশা মুড়ে শীত শুয়ে

আমি সাদরে আহ্বান করি
সেও আমাকে জড়িয়ে আলিঙ্গন করে

সবুজ ঘেরা  ঘরগুলো
আমাকে আমন্ত্রণ জানায়

রাত্রি হলে চাদর মুড়ি দিই
মাঠে মাঠে সবুজের গান ভেসে আসে


বিগত রাত্রি হয় ইতিহাস!



২.
পুরুষ মানুষের কান্না


সব আছে তবুও সঙ্গহীন জীবন
অথচ পুরুষ মানুষের সাতসমুদ্র ভরা কান্না
জানে না কেউ এই ভাবে কাঁদতে!

দিন শুরু হলে যেভাবে  ট্রেন চালকের মত কঠিন রোদে গুমরে কাঁদে
যেভাবে সন্তান শোক অনুভূতি হয়
আবার বন্যায় ভেসে যাওয়া সমস্ত শোক যেমন সমুদ্রে গিয়ে পড়ে
সেই ভাবে পুরুষেরা কাঁদে
যা কেবল  স্বপ্নই জানে

সংসার যেভাবে নারীর  প্রেমে ডুবে যায়
ভালোবাসা সেখানে অতিথি
প্রত্যাশা  পুড়ে যায় হাজারো মেকি আনন্দে
সেভাবেই পুরুষ মানুষ কাঁদে

পুরুষেরা ভালোবাসার কাঙাল
কয়েকগুণ  কষ্ট হলে

কাঁদে,নির্জনে কাঁদে

নিঃসঙ্গ জীবনের সমস্ত ব্যথা নিয়ে...