ক্ষয়ে যাচ্ছে  জীবনের এক একটা ধারা
আমি,তুমি ও সে;রোদও বৃষ্টি
সবই যেন নিছক বিনোদন


এসব আমারই;দেওয়াল,পবিত্র গ্রন্থ, আকাশ পথ,জলপথেই আমার মোড়া বিজ্ঞাপন
গ্রাম- গঞ্জে, পাড়ায় পাড়ায়—
তোমাদের সময় হয়েছে এবার
প্রয়োজনে ভিখারি করে পালাবো
আমার চাই প্রসারিত মুখ- লাবণ্য
আমি চাই জীবন খেলা
যেখানে লুট হবে অন্ন,বস্ত্র ও বাসস্থান
আমি তাদের সাথে আপনমনে
মেতে উঠতে উঠতে...
সাজা মানুষের ভীড়ে


একটা ভারী মানুষের ছদ্মবেশ এই জীবন...