সকাল
-------


ভোরের বাগানে
অতীত ব্যথাগুলি শাদা ফুল হয়ে
ফুটে আছে
ভীষণ  শান্ত আর উজ্জ্বল—
সবেতে স্নান করে দিচ্ছে


শিশিরের জল।



দুপুর
-------  


সূর্য ভাঙছে দুপুরের আকাশ
শেষ দেখা মায়ের মুখটির মতো;
মেঘলা আকাশ  ভারী হয়ে আছে!


শীত শীত বাতাস বইছে
যেন শুরু হবে, বর্ষা-পীড়িত
বেদনার গান…



বিকেল
--------


পুকুরের ধারে শান্তির বিকেলে  
বসে আছি, চেয়ে ভাঙা সূর্য  
ওড়ে আকাশ জল রঙের ছবি হয়ে
ভেসে যাচ্ছে বাড়ি ফেরা পাখি দল…
তারা  ইশারা রেখে যায়
আগামী জন্মের সূত্র  


দু’চোখের সীমায়, ধীরে ধীরে
নামছে অন্ধকার…



সন্ধ্যা
-------


আনন্দের কাছে সন্ধ্যার আকাশ
ফুটে উঠেছে
অজস্র তারাফুল;


অতীতের স্পষ্ট আলোতে  
দূরে সন্ধ্যার শাঁখ বাজে
বুকে বাজে তীব্র দহন…



রাত্রি
-------



মায়াবী রাত
খেয়ে নিচ্ছে টুকরো টুকরো করে    
রাক্ষসী  চাঁদ আজ
জ্যোৎস্না ফেলেছে
দূর থেকে শান্ত বাতাসে ভেসে আসছে
কোনও করুন বেহালার সুর…
সীমার মাঝে অসীমের জিজ্ঞাসা  
অনন্ত রূপ  ও অরূপে, তুমি কী
এই পথের যাত্রী?