ঘরে  ভাত নেই,নেই ঘরের ছাদ
পেটে বিদ্যে নেই,নেই কোনো জ্ঞান
অথচ পতাকা হাতে ছুটছে দিন-রাত।

বর্তমান চেখে দেখে,ভবিষ্যৎ অন্ধকার
কল্পনা অনন্ত,অধিকার রাস্তায়
কিন্তু ঘরেতে অভাব করে হাহাকার।

নিজেকে বেনামে করে নিলামে বিক্রি
খুনি কিংবা ডাকাতি সাহসে
এইটুকুই শুধু  শিক্ষার পেয়েছে ডিগ্রি।