তোমার অর্ধেক দৃষ্টি  সুজনের চোখে
তার শরীরে বাঁধা আছে
তোমার মনের মধ্যে কিছু  গোপন কথা
যা মিথ্যে মায়ায় ভুলিয়ে ছিলে
আমার মনের সরল আকাশে
আমি সেই দৃশ্য দেখতে দেখতে
তোমার কৃপণ স্নেহের আশায়
তোমাকে পৃথিবী ভাবি
তবুও আমাকে তুচ্ছ করে
তোমার  আর অর্ধেক দৃষ্টি  সেই সুজনের
সারা শরীরে  উৎসবের আলো ছড়াও


আমি  প্রতিদিন সেই দৃশ্য দেখতে দেখতে
তোমার সামনে ডুবে যাই অন্ধকারে
তোমার একদৃষ্টি  অন্ধ   বিশ্বাসে, আর একদৃষ্টি
সুজনের  অভিনয়ের দৃশ্যে
সমস্ত স্নেহ ভাসিয়ে দিয়ে
একচোখে সুজনের পথে হেঁটে যাও।