দেখতে দেখতে—
আমাদের ভাঙা ঘরের মাথায়
একটা পূর্ণিমার আলো এসে পড়ে
আমার মা'র মনে আনন্দের প্লাবন ডাকে
মা সেই আলোয় দারিদ্র্যের ভাতের হাঁড়ি বসায়
চারিদিক আলো ছড়িয়ে পড়ে
তার সাথে সাথে অপূর্ব এক মায়াবী গন্ধ ছড়ায়
মা ভুলে যায় অতীত অমাবস্যার কথা
মা'য়ের সারা শরীরে জ্যোৎস্না মাখা
চকমকে হয়ে উড়ছে গরিবী পোশাক
মা আমাদের  ছয়জনের হাতে সাজিয়ে দেয়
বিষণ্ণ আলোর দ্যুতি
বাইরের  দেওয়ালে ঝুলে পড়েছে ছিন্ন খড়
মা'র হাত দেওয়ার সাথে সাথে
লুটোপুটি খেতে দেখি
অপূর্ব এক টুকরো আলোর  বিন্যাসে।