আমার মুখের ভেতর জন্মেছে একযুগ নিঃশ্বাস,
নিমন্ত্রিত জোনাকির আলো বাদামি করেছে শরীরকে।
আচ্ছাদন সরিয়েছি আগুনের,
মুখ আর মুখোশের মাঝখানের অংশটা তোমার জন্য।
কারখানার ধোঁয়ায় শ্রমিকের চোখ জ্বলে,
জ্যোৎস্নায় রাত ভেসে চলে যায় পরের পক্ষে।
আদিমতা প্রকাশিত হতে চায়না,
অঘ্রাণ আর নবান্নের সম্পর্ক গভীর।
অনাহুত হয়ে ঘোরাফেরা করে জীবন,
পরিশেষে ঘন হয় কালো দাগ।