এখন বিকেল - সন্ধ্যা -রাত্রি উত্তেজিত সূর্য - চাঁদ
জ্বলে ওঠে পৃথিবীর ভূমিকার পরে
শহর থেকে অবিকল  সংক্রমণ প্রান্তরের দিকে
মনে হয় মানুষই এই সব কিছুরই প্রতীক


দীর্ঘ এক সময় কাঁদে পৃথিবীতে পোশাক টুপি পরে
সান্ত্বনা ভাঁড়েদের  বাচালতা নির্জন পথ
সেইখানে জমে থাকে অজানা শব গল্প


কারা যেন জাত খোঁজে নতুন জীবন পেতে চায়
আমার হৃদয়ে আধো- ভালোবাসা কর্কটক্রান্তিরেখা  


আকাশে ভেসে বেড়ায় অগাধ মৃত্যু শোক
বেজে ওঠে ঘন্টার শব্দে


এখন পৃথিবী অস্থির...