দ্যাখো, এইফালি চাঁদ  ওঠে  জলে ডুবে যাওয়া গ্রামে
মাঝে মাঝে  সেই আলো জ্বলে ওঠে  শাদা শরীরে
বিষাদ ঝরে নারী ও পুরুষের কথনে
গ্রামখানি বিচ্ছেদ ভরে আলো লেগে অর্ধেক ভোরে।
জেগে আছে সারারাত শিশুকোলে স্বামীহারা মা
একমাস নির্জনে অনাহারে মার্জিত ব্যবহার
খাদ্যহীন, বস্ত্রহীন একাকিত্ম বোধের
প্রতিটি গ্রামের পাশে  মাছেদের শব উবু হয়ে আছে
পৃথিবীর মাঝেই এই সাদা জীবন


দ্যাখো, এইফালি চাঁদ ওঠে জলে ডুবে যাওয়া গ্রামে।