ভয়ের ছায়ায় চুপটি মেরে কবিতার  অপেক্ষায়
বাড়ির পাশ দিয়ে কয়েকটি শব্দ উড়ে যায়
ঘনঘোর  মেঘের গর্জনে অন্ধকার নামে
রাত্রির আড়ালে এলোমেলো শব্দগুলো সাজাই
কিন্তু বারবার  বাতাস উঁচু হয়ে জোরালো শব্দে উঁকি মারে
আমার বে-খেয়ালে তুলে নিয়ে যায় কয়েক 'শ শব্দের  দূরত্বে
আমার ভাগ্য পেছনে পেছনে হাঁটতে থাকে
অতিশয় নির্জন কক্ষে
আমার শব্দের সাথে ইয়াসের আলাপচারিতা
হঠাৎ  শিব শক্তির উন্মাদনার মত্ততায়
ছড়িয়ে ছিটিয়ে  অক্ষর সমূহ
ইয়াসের প্রবল ঘূর্ণিতে
অনুভব করি সেই ভয়াবহ পরিচিত শবের
খোঁজে পাই কবিতা, ইয়াসের সাথে...