একটা মৃত্যু হলেও...
ডুবে যাই সেই দেশে
জানি না এর পরে সান্ত্বনা পাবো কিনা!
শুধু সময়ের বড্ড অভাব
যেখানে যাঁরা ছিল বঞ্চিত সেই স্নেহ ছায়া
এভাবেই ক্ষয়ে যায় মনের সেই সুক্ষ্ম অনুভূতি
একটা গোটা রোদ পুড়ে দিচ্ছে সুন্দর শরীর
মেজাজি হাওয়া তুলে নিচ্ছে সাজানো ঘর
নির্বাক সমাজ চিতা থেকে কাঠ তুলে নেয়
এমনই  চোখ  থেকে একটু, একটু করে সরে যায় ঘুম
পৃথিবীর এই অন্য পিঠে মৃত্যুতেও কলঙ্কিত দাগ
আজ বড্ড  সময়কে ভাবায়...


সত্যিই যখন বোবা চেহারায়
তখনই...একটা মৃত্যু হলেও...