আমি কতগুলো ছায়ায় দাঁড়িয়ে    
একটি সরল কবিতা চাই  
যেখানে তুমি আমি  একটি রুটির কারিগর  
কতশত মানুষের গন্ধমাখা
একই ময়দা আর আটার
তোমার  আর আমার  উনুনে দাউদাউ করা অগ্নিশিখা
যা তোমার তা আমারও
তোমার হাতে দোল পাকানো
আমারই পাশাপাশি  
কিছুটা গোলা আর কিছুটা বাঁকা


আমি তোমার হাতের দিকে চেয়ে
একইভাবে চটকাতে থাকি তোমার প্রত্যাশার মতো উদাহরণে
আমি  চেষ্টা করি    


ঠিক আমার  মতো একটি সরল কবিতা চাই।