দূর সমুদ্রের গায়ে যখন ক্লান্ত সূর্যের
আলো টলমল  করছিল
ঠিক সেই মুহূর্তে  তোমার  স্পর্শে
আমি সামগ্রিক জীবন  গড়ে তুলি
তুমি আকাশের শুভ্র আনন্দময় জ্যোতিগুলি
আমার সর্বাঙ্গে ছড়িয়ে  দিয়েছিলে
আমি সেই সৌরভে বিকশিত হই
আর কয়েকটি রাতের গল্প আর
তোমার  ভালো ও মন্দ উপভোগ করি
আর অনাবিল বাঁচার স্বপ্ন দেখি
অথচ  একপক্ষ  না ঘুরতে ঘুরতে
তুমি সজোরে আঘাত করলে  
গড়ে ওঠা   স্নেহময় সম্পর্কে
মুহূর্তে মুখের প্রতিশ্রুতি গুলো
হঠাৎ করে একটা সম্পর্কের যবনিকা হল।