সেই রবিঠাকুরের বিসর্জনে
'এতো অক্ত কেন?' — এই প্রশ্ন
আজ আবারও প্রসঙ্গ ফিরে আনে
'এতো মৃত্যু কেন?' - বোবা মুখ
মার্চ থেকে বেজায় শব যাত্রাপথ


ভালো, খারাপ মানুষের ছিপছিপে সলীল শরীর
ফ্যাকাশে  মৃত্যুর পর মৃত্যু  
শ্মশান যাত্রার অভিমুখে দূরন্ত
শাদা কাপড়ে মোড়া
হিসেবহীন মৃত্যুর মুখ


রাত্র দিনে হিসেব মিলছে  না
চিন, আমেরিকা সহ সারা বিশ্বে
মৃত্যু ঝুলছে  সকাল, দুপুর, সন্ধ্যায়
তাও অন্ধকার মার্চ থেকে ডিসেম্বর


প্রশ্ন সকল ধর্মের
'এতো মৃত্যু কেন? '
এ প্রশ্ন গর্জে ওঠে
শুধু উত্তরের আশায় আশায়    
এ বিদায় শীতের শেষেও


নেই মন ভালো, নেই হাসি,নেই তৃপ্তি
শুধু  ভাবনার বাসা
শুধু মৃত্যুর বুদবুদ


ভোরের আলোর মতো আবারও প্রশ্ন
'এতো মৃত্যু কেন?'


শুধু শ্মশান থেকে ঘরে
প্রিয়জনহারা  চোখের  জলে...
উত্তর মেলেনা...'