সব কিছুতেই ফন্দি?
গ্রাম -শহর জোড়াজুড়ি করে
লুকোচুরিও বন্দী

একটু তাকালে এদিক -সেদিক
ভয়াবহ ভয়ের আতঙ্ক
গনতন্ত্র চমকে দাঁড়ায় এসে নির্ভীক

জীবনের ভালোটা যারা বোঝে
সহজ সরল স্বপ্নতে
মনের মধ্যে  আপন ছন্দের সঙ্গে যে

সব কিছুতেই ফন্দি?
পাড়ায় পাড়ায়  তাই চলছে সন্ধি।