(বগটুই (কামার হাট) কাণ্ডে আইনশৃঙ্খলা তো নেই বরং আইনকে কাজে লাগিয়ে ২১শে মার্চ রাতে ঘর বন্দি করে পেট্রোল ঢেলে ১০জন মেয়ে ও দুজন  শিশুকে মেরে দিলেন এ রাজ্যের  শাসকদল।
আর বুদ্ধিজীবী ও মানবাধিকার কমিশন মুখে কুলুপ এঁটে  না দেখার ভান করে গনতন্ত্রের জয়গান গাইছেন।)



মা তারার মন্দিরে  যোজ্ঞ করছেন  প্রভাবশালী লিডার
জামার পকেটে  আঁটা ঘাস ছবি
বগুটুই- পুলিশের পাহারায়
দরজার  শিকল তুলে রেখেছে
ঘরের মধ্যে পেট্রল ঢেলে দিচ্ছে নারী ও শিশুর শরীরে
আগুন জ্বলছে
সত্যিই তাই। শিশুরা  মায়ের কোলে ছাই হয়ে গেল।
কয়েকটি পোড়া শরীর 'বাচাও বাঁচাও' বলে চিৎকার করছে
পুলিশকে দেখে বলছে,'স্যার বাঁচান'
পুলিশ মুখ ঘুরিয়ে দমকা হেসে
সিগারেট মুখে জ্বালিয়ে বলেন, ' আর একটু সময় অপেক্ষা করুন'
ঠিক তাই। অপেক্ষা শেষ। শুধু শবের ছাইগুলো
তুলে নিয়ে চলে যায়।
পুলিশ দাঁড়িয়ে লিডারের গনতন্ত্র রক্ষা করে।