সীমারেখা পেরিয়ে সেজেছে মেঘ,রঙিন মেঘের গায়ে
তোলপাড়  খাচ্ছে সমুদ্র
জলচ্ছ্বাসে ভাসল নিরীহ গ্রাম
পাশে পাশে ছবিতোলার তোড়জোড়ঃপ্রসঙ্গ সংবাদ মাধ্যম
অন্ধকার জড়িয়ে আসে বৃষ্টির কাহিনী বেলায়
চারপাশে দুড়দাড় শব্দ—ভাঙছে ঘর,ভাঙছে গাছ,ভাঙছে মানবিক চেহারা
খুঁজছে নিরাপদ আশ্রয়


সুন্দর সৌখিন বাবুরা পাশে ছায়া ফেলে
মানবিকতার গল্প বলে
তাও বড়ো বড়ো হরফে খবরের পাতায়
মাঝে মাঝে আকাশ পথে ভরে যায় প্রতিশ্রুতি
কোলাহল, উষ্ণ অতিথি আপ্যায়ন নিয়ে যায় দূরে
যে রাস্তায় মৃত্যু নেই,নেই ভাঙা বাড়ি-পথ
সেই রাস্তা ধরে হেঁটে যায় মানবিক মুখ
আসলে  একই মুখোশে দাঁড়িয়ে
সমুদ্রের সমস্ত স্রোত টেনে নিয়ে যায়
সাজানো গতিপথ পেরিয়ে।