মনখারাপের জায়গায় ছুটছে সূর্য
পথ চলেছে এলোমেলো শূন্যতার দিকে
আমিও হাঁটি রোজ এই পথে
সূর্যের আলিঙ্গন -আশা যাপন  


আমার শরীরে কেউ যেন দেয় ব্যথা
নিঃশব্দে দেহে দুপুরের সূর্য জ্বলে
বাড়ি ফেরার পথ ভুলে যাই


দীর্ঘ  প্রার্থনায় আবারও পথ চলি
চোখের সামনে গলে যায় পিচ
ভরে যায় জীবাণুভরা  পথ


হাইওয়ে, সরণি, ফুটপাত গ্রাম - শহর
সমস্ত পথে পথে মৃত্যু ঢেকে আসে
আমি শুধু চেয়ে দেখি
অস্থির এই পৃথিবী প্লাস্টিকের ছায়ায় হেঁটে যায়


আমিও হাঁটি সেই ছায়া ধরে
ঘরে ফেরার  পথে।