বাড়ি ফিরছি
স্টেশন পিচ রাস্তার পরে  পথ থামবে দরজায়;


আমার পৃথিবী এমন নয় যে শেষ
অনেক দেশ
সেখানে আমার স্মৃতিগুলো ভেসে যাচ্ছে বেশ


চোখের কোণে  জল গড়িয়ে পড়ছে
নিদ্রাহীন চোখে  ঘুম ঘিরেছে


একাকিত্বের  সংসার দূরে গরজায়।


মনের স্মৃতির ছবি
আজ নেই।


সব কিছু নতুন
এই
আমার ঘরের গ্রামে।


পাকা রাস্তা  পার হল, পা,চলো
তুলসীতলায় মায়ের পায়ের চিহ্ন
গাছের আড়ালে সন্ধ্যা  দাঁড়িয়ে-
চাঁদ  হাতে
জ্যোৎস্না চোখে রাত।