এই তো ভোর  হলো সবে
এতো বিষাদ কেন?
সহবাসের চিহ্ন শরীর জুড়ে
তুমি সাহস না দিলে আমরা দাঁড়াই কোথায়?


তোমার শীতলায় শুরু করি
দিনের প্রথম প্রহর
রোজ ব্রেকফাস্টের মুড়ি ও আলুভাজা
নিজেকে চিনিয়ে দিতে তোমার প্রকাশে


ভোরের দরজা খুলে  নমস্কারের পাতায়
নিজেকে সাজিয়েছি সংসার ঝামেলায়
একটু আনন্দ খুঁজতে  তোমার আলোয়
ঠিক আবছা অন্ধকার আমার বুকে
থমকে দেখি তুমি অসহায়


হে ভোর, তুমি স্পষ্ট হও
আমার থেকে তুলে নাও রাতের জমানো দুঃখ
তুমি ক্লান্ত হও না
ফিরে দেখোও তোমার আলোর শক্তি


চারদিকে কালো অন্ধকার
তোমার ভোরে বেশ অচেনা লাগে
শাদা কাপড়ে জোড়ানো শবের কাহিনী
তুমি সেই প্রত্যক্ষ দর্শক  
তোমার এই দুর্বোধ্য আলোতে
অসহায় দেখি আমার মুখ


বলো ভোর
তুমি আর থমকে থেকো না
জীবন্ত অহংকারে নিজেকে
তুলে ধরো এক আকাশ জুড়ে


ঘুরে দাড়াও ভোর
আমি সুখী হবো, দেখে নিও


ঠিক তোমার মতো!