একলা ঘরে একা- একাই
ঘুমোচ্ছিল কমল
স্বপ্ন চোখে বিছানাতেই
খেলছিল ফুটবল।
এদিক সেদিক হাত-পা ছুঁড়ে
ছুটছে সারা মাঠে
স্বপ্ন মাখা ঘুমের ঘোরেই
খেলছে বিছানাতে।
মাঝে মাঝে চেঁচিয়ে ওঠে
গো-ল,গো-ল
মা বলেন ওরে গোপাল
এই গাধাকে তোল।
গোপাল গিয়ে দেখে কমল
বিছানাতে শুয়ে
বল ভেবে সে হেড মেরেছে
দেওয়ালটাতে নুয়ে।
ওরে বাপরে, চেঁচিয়ে ওঠে
মাথা ফুলে ঢোল
গোপাল বলে, বা: বা: বা:
দারুণ দিলি গোল।