সাবাস!মুখোশধারী সুপুরুষ
তুমি নাকি জন সেবক? বিস্ময় লাগে  
সকাল, দুপুর, সন্ধ্যা ভাঙে তোমার আয়োজন
গরীব, সাধারণ মানুষের চোখে
ঢাকতে চাও তোমার অপরাধ!


তোমার জল,স্থল, আকাশ পথ খরচ মেটায়; জনগণ
একমুহূর্তে স্তাবক বানাও দিন রাত
এইটুকু চাওয়া  তাদের পাওয়ার ময়দানে


চেয়ে দেখো জনগণ হরিলুট হচ্ছে
তুমি আনন্দে খোল বাজাচ্ছো খেলে খেলে
তুমিও একদিন জনগণের মতো হরিলুট হবে  


খুঁজেও পাবে না তুমি তোমারই শরীরকে...