হাঁটো আরও  জোরে  
সময় হয়েছে  এবার
খুঁজে  নেবে তোমার  আশ্রয়  আঁধার


স্বভাবকথা তোমার রক্তে  মেশানো
প্রতি অঞ্চল জুড়ে কালো  কাপড়ে বাঁধা
হেঁটে  চলো তোমার স্মৃতির অশ্রয়ে
বুঝতে  পারতে সময় কাকে বলে?


তুমি আজ শ্বাস নাও জোরে জোরে
যারা শ্বাসবদ্ধতে মারা গেছে তোমার ঘরে
বিন্দুমাত্র  খবর  নাও নি তার


হাঁটো আরও  জোরে
সময় হয়েছে তোমার
যেতে হবে ঘরে ফিরে।