এলোমেলো একটা জীবন
বাস্তবের আশ্রয় চেয়েছিল
ভুলে যাওয়া সমস্ত অতীত
একটা স্বপ্ন দেখতে চেয়েছিল।


আশ্রয়ের কাছে প্রার্থনা রেখে
সমস্ত বিশ্বাস সমর্পণ করি
আমার ভেঙে যাওয়া জীবনকে
তুমি সাজিয়ে দিয়েছিলে ভরি।


তোমার ভালোলাগার কাছে
সমস্ত শ্রদ্ধা অবনত করি
তুমি নিজের করে গুছিয়ে নিয়ে
সরিয়ে দিলে একটু একটু করি।


তোমার কাছে চাইনি কিছু
চেয়েছিলাম বাঁচতে আবার
হঠাৎ  তোমার  জীবন মাঝে
কে যেন আবার  এল বারবার।


হায়রে জীবন! স্বপ্ন দেখে
আশ্রয়টি   হারায় আমার
আবেগের কাছে মুখ এনে
জীবনকে নিয়ে খেললে আবার।