গাছে গাছে পাখিদের উন্মত্ততা সবে মাত্র শেষ হয়েছে
নীলাভ আকাশ অবিরত চুমু খেয়ে সরে সরে যায়
মুহুর্তে হিংসার খোল বাজিয়ে  ঘোষণা দুয়ারে দুয়ারে
বাতাসে মিশে যাচ্ছে লাশ পোড়ানো গন্ধ।


পাড়ায় পাড়ায় ধর্মের হাওয়া ঘোষণায় পূর্ণতা
এক সূর্য গল্প আঁকে,আসন্ন সন্ধ্যার আগে
ঈর্ষার রং রাতে নারীতে... পুরুষেতে যুদ্ধ।


সীমাহীন গল্প গা বেয়ে ঝরে যায়
অমানবিক নিষ্ঠুর জ্যোৎস্নার ভেতর
পবিবার শূন্য হয় চোখের পাতায়।


বেঁচে থাকার অহংকার বাজে নিষ্ঠুর ঈর্ষার
ধর্মের গোলায় অকারণ হিংসা নামে
প্রতিটি মানুষের জীবনযুদ্ধের খাতায়।