ইয়াসের যুদ্ধ শেষে
যখন পায়ে পায়ে  বাইরে এলাম
শুরু হলো হিসেবের বাইরে চাহিদার ঝড়
তখনও  বাতাসে এই ভাষা উড়ে যায়।


শহরের বাইরে আর একটা শহর
একটু দূরে গ্রামের শব হারানোর শোক
অজানা ঘরের হাওয়া ভেসে আসে
আকাশপথে   প্রতিশ্রুতির স্বরলিপি
রীতিমতো হিসেবের বাইরে  মিডিয়ার জয়গান।


সংখ্যাতত্ত্বে হিসেব মেলেনি
জলের নীচে  কথোপকথন
সবুজ রঙিন পকেটগুলো  অন্ধকারে ফুলে ওঠে
তাও তোমার হিসেবের বাইরে...