ছোট থেকে  একটা গোটা  স্বপ্ন নিয়ে বাঁচতে  চেয়েছিলাম
পাড়াগাঁয়ের কুঁড়ে ঘরে মায়ের  হাতে হাত রেখে
অনেক সময় গড়ালে হৃদয়ে কথা জমে
বাক্যালংকার অব্যয়ে বিপথে ছিন্নভিন্ন
আমার ইচ্ছেগুলো বলী হয়
সামান্য কিছু  ইচ্ছে নিয়ে  বেঁচে  থাকব
এই অবাধ বিশ্বাস মাত্রেই
নতুন রোদ্দুরে  ঝকমকে চেহারায়
প্রিয়ার সঙ্গহীন  জীবন

সেই জোছনার ভেতরও
হৃদয়ে জমানো কথা।