ঘরের মধ্যে অন্ধকার শুয়ে
মনের সাথে আমার  ঘর
ইচ্ছেগুলো দরজা খুলে
বেঁধেছি সুখের মন ঘর

বয়স আসে, বয়স যায়
তোমার আমার সহজ শান্ত
রাতের আকাশ বেশ সুশ্রী
তারাদের যৌবন ঘ্রাণ

সেইভাবে চিরতরে তোমার
হৃদয়ে আসে স্রোতসফেন।