ইচ্ছাময়ী তারা তুমি,
কৃষ্ণা রূপে কালী,
স্নিগ্ধ বর্ণা শ্যামা তুমি,
অগাধ রূপের ডালি।


ভয়ঙ্করী চামুন্ডা মা,
করাল খড়্গহস্তা,
কখনো হও ধুমাবতী,
কখনো ছিন্নমস্তা।


গলায় দোলে মুন্ডমালা
রক্তবর্ণ নেত্রে,
অস্ত্রখানি তুলে নে মা,
পৃথ্বী যুদ্ধক্ষেত্রে।


দীপাবলী র স্নিগ্ধ আলো,
জ্বলুক চোখে তোর,
যুদ্ধ শেষে শান্তি আসুক,
রাত্রি শেষে ভোর।


চিতার আগুন আজো দেশে,
জ্বলছে ধিকি ধিকি,
আয় মা শ্যামা,আশীষে তোর
নিভুক আগুন ,দিকি?