এক একটা সময় স্রোতের তোড়ে
গোটা পৃথিবীর উল্টো পিঠে
জাহির করে ফিরছো অর্ধেক মিনিটে
সাদা- সবুজের জিভ আহ্লাদে
অভিব্যক্তি পরের ভোরে...


বেমালুম খেলে  তাজা রক্তের সোফায়
আকাশের আলোটা  জ্বলছে- নিভছে
ঝকঝকে তকতকে মুখের ভাষা
ক্লিক করে যায় মৌলিক কথা
সাবধানেও...
ইচ্ছে ত্রুটি।