ইন্টারভিউর লাইনে দাঁড়িয়ে
শেষ অবধি কি নির্বাচন কক্ষে পৌঁছাতে পারবো? এখনও তো বাঁকের মোড়ে দাঁড়িয়ে
খাঁ খাঁ রোদের নিজস্ব অধিকারে
পুড়ছে পিচের কৌণিক সময়
অসম্ভব ধৈর্য্য ; একে অপরের হাতে
রঙিন ফাইলের পাতা
কেউ কোনও কথা বলে না তাই আমিও বলি না
এক-দু পা করে সরছি
এভাবেই সরতে সরতে
এবার এসে ঠেকলাম দরজার প্রান্ত সীমায়
মুহূর্তে শুষ্ক হয়ে ওঠে শরীর
ক্রমাগত কপাল থেকে ঘাম গড়তে থাকে
হঠাৎ আমার মুখের উপর কেউ যেন
দরজা বন্ধ করে দিয়ে বলল,আজ ইন্টারভিউ বন্ধ,বাকীরা আগামীকাল আসুন।
আমি সঙ্গে সঙ্গেই বসে পড়লাম
যেন মনে হলো, আমি আর আমার মধ্যে নেই।
অন্ধকার ঘিরে এলো
শুনশান নীরবতার মাঝে
আমি চিৎকার করে বলি,আমার একটা চাকরি চাই। ডোমের চাকরি কিংবা ঝাড়ুদার।
আমি এম.এস.সি- তে গোল্ড মেডেল
শুধু একটা চাকরি চাই...
এখুনি।