ইস্টিশনের বেঞ্চে বসে দেখি
রাতের গায়ে মাথা দিয়ে, জোছনার আদর নিয়ে
একটা স্টেশন ছেড়ে আরকটি স্টেশনে এগিয়ে যাচ্ছে
শব্দগুলো কাটা কাটা হয়ে আসছে
দূরে সমুদ্রের গর্জন  শোনা যাচ্ছে
কারা যেন মাছ ধরতে ধরতে গান গাইছে
আমি সেই দৃশ্য দেখতে দেখতে
চোখটিকে তুলে নিয়ে যাই
ছেড়ে যাওয়া ট্রেনের গন্তব্যে
আমি একটা একটা করে খুঁজতে থাকি
প্রিয়মুখ ও প্রিয়কথা
আর তখনই দাঁড়িয়ে দেখি
ইস্টিশনের গায়ে থেমে যাওয়া আলো
অন্ধকারে শব্দের তহবিল তৈরি করছে।