টুকরো টুকরো সূর্যকিরণ আমাকে স্পর্শ  করে
নদীর  জলে, রঙিন কাচের টুকরো গুলোর  ছায়ার মধ্য দিয়ে
গভীর পলিতে আমি একটি  মন খুঁজি


নদীতে শীতল থাকে
ঝরা পাতার ঘূর্ণিতে মার্চ মাসে সাঁতার  কাটছে
মানুষের  সব শ্রম উড়ে যায় ভাইরাস চিত্রে


অজস্র ভালোবাসা নৈঃশব্দ্যে করে সহসা অট্টহাসি
আঁকা  বাতাসের  বর্ণমালাতে


ভাবনার  চিত্রশৈলী উড়ে  যায়
নদীর ঢেউয়ের  উপহাস, শান্ত  রাষ্ট্র , দেশ,, বিশ্বে অশান্ত  মহামারীর ছবি
অনেকটা  মানুষ  খুনির আদলে


মৃত্যুর গণিত নিয়ে এক চরম  সংশয়
এই ঘূর্ণিঝড়ে রঙিন  কাচের ছায়া
নদীর জলে  নেই, আর বিদেশীদের  জন্য ভালোবাসা


মুহূর্তে সারা বিশ্ব খানখান হয়ে যায়
অজানা  ভাইরাস প্রতিটি  মানুষের  শরীর  ছুঁয়ে  
দেশি - বিদেশি  মানুষের  শরীরে।


এই অপবিত্র  ভাইরাস, ছড়িয়ে  ছড়িয়ে  ঘোরে
মুক্তির  মিছিলে  শান্তির  স্তুতি


ভাঙাচোরা সূর্যালোকেও ছড়িয়ে  রয়েছে মৃত্যু
এর পথ নেই, শেষ  কোথায়?
গৃহবন্দী গোটা  বিশ্বের ঘরে ঘরে।
মানুষ  আজ অসহায়
পবিত্র  শরীরে  আমি ঈশ্বর  সাধনায়।