আমি যাঁকে ঈশ্বর বলে জানি
তাঁর আজ পাকা দেখা হবে
তাই আজ  মনের মধ্যে উথাল-পাতাল ঢেউ খেলে
আসলে মায়ের মুখে ছোটবেলার  শুনেছিলাম সেই  ঈশ্বরের কথা
  
সেই  সকাল থেকে  প্রহর গুণে যাই
আমার দরজায় গৈরিকবসনের এক যুবরাজ
আলো খেলে সেই চরাচর
আমি পলকহীন চোখে  উজ্জ্বল মেঘের লাবণ্যে


দু'হাত ভরে আনে মায়ের গল্পের সেই ঈশ্বর
তিনি আজ ঈশ্বরের মেঘ  
আমার কল্পতরু 'বীর সন্ন্যাসী বিবেকানন্দ'