প্রতিমুহূর্তে সরে যাচ্ছে সূর্যের ছায়া
আমি বারবার হেরে যাচ্ছি তার কাছে
বিস্ময়ে প্রাণ হাতে  পায়ে পায়ে মিশে যাচ্ছি
জড়ানো কোনো লতার গায়ে

কেবলমাত্র জানালার কাছে...
নিয়মিত শরীর নিয়ে বসে থাকি

সূর্যের ছায়া ছন্দে।