একটা  ছায়ায় বড়ো  হয়ে ওঠা
সময়ের সরণীতে
কতগুলো  দরজা পেরিয়ে
'মা' -শব্দটি যেন স্নেহমাখা হরিনাম।


যে নামের অক্ষরে আকাশ জুড়ে
স্বার্থহীন ভালবাসার কথা বলে
যেখানে প্রতিদিন শিখি —
মানবিকতার মূল্যবোধ আর সামাজিকতা
সেখানে মায়ের আদর্শ ও মায়া মমতায়
রোজ কথা শিখি


আজ সেই 'মা' শব্দের ভীড় ঠেলে
খুঁজে পাই
আমার জন্মদায়িনী
সত্যিই  সেই মা-কে।