আজ ভোরের দরজায় এসেছিল পূর্ণিমা জীবন
বলল,সে এক আনন্দ আছে
হাতে হাত পাতো তুমি আবারও সহদরের কাছে


প্রিয় বন্ধন সুরে শ্রাবণভোরে জন্ম নিলে সম্পর্ক
ফুটপাত থেকে রাজপথে
চেয়ে থাকা অশ্রুভারে অবোধ ছেলে - মেয়ের বেঁচে থাকা


আজও তারা জানে নি ভাই-বোন — চেনে নি পূর্ণিমা রাখি
অনাহারে শুয়ে থাকা প্রাণোচ্ছল মন
বাতাসে উড়ে আসা  রঙিন সুতো,ধূপগন্ধী  — নীরবে জোড়ায় হাতে


মায়ের মুখে রাখি পূর্ণিমার গল্প ফুটপাত জুড়ে
দূর থেকে  রাখি পরানোর  ধুম ভেসে আসে
জ্যোৎস্না রঙ? ফুটপাত? রাজপথ? জ্যোৎস্না মাখা রাখি? আলোর রোশনাই? — আধোমুখে পুলকিত হয়,অশ্রুতে ভেসে যায় ফুটপাত।