পিসির পুষিটা যে আজ জাতবেড়াল হয়
এটা-ওটা যত পায় তবুও  সে চেয়ে রয়।
পিসি বলে সময় হলে সব কিছু  তুই পাবি
তোর জন্য এখন থেকে  অনেক কিছু ভাবি।
হপ্তায় নয়, প্রতিদিন খায় সে মাংস ভাত
মাঝে মাঝে বুদ্ধি হারিয়ে থাকে ঠুঁটো জগন্নাথ।
পিসির গায়ে গন্ধ শুঁকে এদিক সেদিক যায়
মাঝে মাঝে ধমকালে সে অধিক জোর পায়।
পিসির আদরে তাকে সবাই ছিমছাম দেখে
তবুও  এপাড়ায়,ওপাড়ায় হাঁড়ি মেরে রাখে।
পাড়া শুদ্ধ লোক এসে এর প্রতিকার  চায়
পিসি বলে, 'দেখ বাপু ছোট্ট পুষি এমন হয়।'
হাত নাড়িয়ে 'দেখ নেব' নালিশ করে যায়
পিসি বলে,'আমি আছি বাঁচবে কি উপায়?'
ভয়ে ভয়ে প্রতিদিন- রাত অনাহারে জেগে
পুষির উপর পিসির হাত রয়েছে আগে আগে।