হায় কবি! আপনার মনে পড়ে ২০০৭, ১৪ই মার্চ


নিশ্চয়ই মনে পড়ে, সেদিনের কত কোলাকুলি, কত শব্দের ঢেউ
মাতিয়ে তুলেছিলেন বিজ্ঞাপনে বিজ্ঞাপনে
নিজের সত্ত্বা সেদিন ঘোষিত পুরস্কারে
পরিবর্তনের মিথ্যার সুতোতে ঝুলে
সার্কাস দলের কাণ্ডারী  হলেন।


হে বুদ্ধিজীবী!  বলুন তো বুকে হাত দিয়ে
সেদিন কি কবিতার জয় হয়েছিল?
সে দিন কি পুলিশের ভূমিকায় আপনি কিংবা আপনারা খুশি ছিলেন?


বলুন,  আজ প্রকাশ্যে দাঁড়িয়ে
সে দিনের সঙ্গে আজ পরিবর্তনের কতটা ফারাক
কি পেয়েছে নন্দীগ্রাম, সিঙ্গুর?
আজ গ্রাম কাঁদে
সেই পুলিশি কাহিনীতে


যাঁরা কাল ছিলো অন্যের
আজ তাঁরা পরিবর্তনের সাথী


বলুন কবি, আপনার লেখায় সে দিনই ঝরে ছিল কবির রক্ত কলম
আজ কেন উদাসীন আপনি?
জানেন সবাই তিনভাগ পরিবর্তনের ক্ষমতায়
আপনার সবই পাওয়া হয়ে গেছে
বাকি একভাগ!


তবুও কবি আজ কেন চুপ?
দেখুন চেয়ে
আজও বাংলার গা বেয়ে রক্ত ঝরছে
কান্নায় ভেসে যাচ্ছে কত আত্মিয় পরিজন


সত্যের কাছে কবিতা জেতে
সেখানেই কবি ও কবিতার জয়


আপনি ভেবে দেখুন কবি
একজন সাধারণ মানুষের ভূমিকায়


বাংলার এই মিথ্যা পরিবর্তন


কতটা ছিলো অন্যায়!