১.
প্রতিবাদী  মুখে দীনহীন শান্ত চেহারার
দেহের মাপে কুঁজো শরীরে অসংখ্য খিদে
একটা যুদ্ধ আসন্ন হলে ঠিকুজিকোষ্ঠী
সন্ধান মেলে খুন হওয়ার পর।


২.
আগুনের গোলা নেমে আসে সারা শরীরে
জীবনের সোনালী দিনগুলো যখন  খরচ হয়


৩.
একগুচ্ছ পলাশ ফুলের মনখারাপের সামাজিকতা
সীমান্ত ঘেঁষে গন্ধ মেলে একটা আকাশে


৪.
নীরব  পথিক লোভের শিকারী
কয়েক'শ যোজন হাঁটা পথ
এখনও ছেঁড়া কাগজে  
লিখে চলে জীবন কথা


৫.
চেতনায় ঘেরা রঙিন স্বপ্ন
রাতের পরে ঝরে যায়
মানবিকতার আবেগ খেলা।