একসময়ে


ভীষণ  ঝড়ের মাঝে


একটু একটু করে  ভেঙে পড়ে


আমার হৃদয়!



যেখানে ঘোর রাতের


অকল্পনীয়  শব্দের স্পর্শে


ব্যথার সুর বাজতে থাকে


ভেঙে যাওয়া কাঁচের ঘরের মতো


সমস্ত আশা চুরমার হয়ে যায়


বিশ্বাসের আলিঙ্গনে



পূর্ণতা থেকে শূন্যতার দিকে


শূন্যতা থেকে


পুনরায় পূর্ণতার দিকে


হৃদয়ে যেন এক বৃত্তাকার পরিভ্রমণ


ধীরে ধীরে এক পাষাণ জীবনে


ইতিহাস হয়ে ওঠে


আমার এই নিস্তরঙ্গ জীবন।