জীবন ফেরি করতে করতে
পৃথিবীর অবিচল প্রলাপকে
গুমোট মনে হয়
যেখানে বিশ্রুত সাড়া মনের গুহায়
তিক্ত রাতে শব্দহীন হয়ে পড়ে
সেই জীবন ফেরি করতে করতে
নির্জন প্রাকারের
আঁকাবাঁকা সিঁড়ি পেরিয়ে
অন্ধকারে অতীত, বর্তমান ও ভবিষ্যতের মৃত্যু হলেও
নির্বোধ পরিচিতির কাছে হারিয়ে যায়ে
জীবনের মানে...