ঢের রোদে এঁকেছি আমি বনলতার  ছবি
যৌবনে  এসেছিলে কত বাঁধ ভাঙা  পাহারায়
কোথায়  হারিয়ে গেলে  নিয়ে গেলে আর সবই
শুরু  হয় জীবনের  লেনদেন সারারাত  মন হারায়।


তুমি নেই শুধু  আমার  কাছে একবেলা
নবারুণ  আলোতে খুঁজেছি কত পথ ধরে
পাখিরাও  ভোলে নি তোমার সাথে দুপুর  খেলা
পৃথিবীর  সব আশা  দিয়ে গেলে  এমনই  করে।


আমি ঘুমিয়ে  আছি পাড়াগাঁর রাস্তায়
আমার জীবনে  বনলতা তুমি আজ কোথায়?