আমরা জীবনকে সামনে রেখে দলে দলে এগিয়ে চলেছি
মৃত্যু আসন্ন জেনে মাঝে মাঝে আকাশে মেঘের বাণী শুনি
সত্যি কি আমাদের পথ আছে?
সত্যি কি আমরা  স্বচ্ছ আলো দেখে হাঁটছি?
এ কথার বলার আগে কে যেন বলে ওঠে 'চুপ'।
চোখ বন্ধ করে বলো 'আহা! কি শান্তিতে আছি।
সত্যি কি আমরা শান্তিতে আছি?
এটাই কি আমাদের শান্তিপূর্ণ নিদর্শন?
যারা পড়তে জানে না, তারা কথা বলে বেশি।
যারা লিখতে জানে না, তারা পকেটে পেন রাখে বেশি।
অথচ আমরা জীবনকে সামনে রেখে এগিয়ে চলেছি
কেউ জানে না  
এ পথের শেষ কোথায়?
পথের সামনে - পেছনে  তাজা রক্তের স্রোত
যা আমার তোমার  শত শত পরিবারের
সমস্ত  পথ আজ দুর্নীতিতে ঘেরা
আমাদের আর ফেরার পথ নেই


আমরা জীবনকে সামনে রেখে দলে দলে এগিয়ে চলেছি
আমাদের ফেরার পথ নেই আর...