এক অন্ধ বিশ্বাসের ভেতর
হাঁটতে হাঁটতে  জীবনের শেষ প্রান্তে এসে পৌছই
সেসব স্মৃতি  অতীত  হলেও অতীত হয়না


যারা আমাকে ব্যবহার করে দিনের পর দিন
সমস্ত ইচ্ছে অবলীলায় পার করে
আর আমি অর্ধেক শূন্য  জলে দাঁড়িয়ে  
প্রতিটি ভুলের সুদ কষে যাই


ধরে নিই এ আমার ভাগ্য
যেখানে আমার অতীত, বর্তমান ও  ভবিষ্যৎ ছিল না
সারাজীবন  শুধু  ভুল পথ ধরে হেঁটেছি
আমার  সহজ-সরল  হৃদয়টা টুকরো টুকরো  হয়ে গেলেও
ওদের চাওয়া - পাওয়ার  আকাশ ছোঁয়া
সহানুভূতি, স্নেহ, ভালোবাসা  ওদের কাছে গৌণ হলেও
আমার বিবেক,আমার দর্শন  মুখ্য হবেই
এটাই স্বাভাবিক
তাই শেষে  সব কিছু  ছেড়ে
নির্জন  পথ ধরে হেঁটে যাই জীবন গনিতের  ভেতর


মিলে যায় উত্তর —
জীবনটাই একটা ভুল।