হতাশার লোমে ভর্তি,রক্তমাখা  হাত
আমার গলা চেপে ধরে।


আমার কী দোষ?
আমি দীর্ঘ পথ ঘেঁটে একা আসি নি এখানে—
আমার প্রজ্ঞা, আমার চেতনা, আমার বিশ্বাস
স্বপ্নের সেই মন্দিরে।


হৃৎপিণ্ড ছেঁড়া ব্যথা এবং অবশতম স্নায়ু
অবশেষে ঘুম পায়
সময়কে সাক্ষী রেখে  প্রতিদিন
জটিল বাক্যের ভেতর ধ্যানমগ্ন
আমার অল্প অল্প করে সরে যায় চোখের দৃষ্টি
অনুভূতি আলোতে ছড়িয়ে


আমার কোন লোভ নেই
শুধু কপালে হাত দিয়ে  বসে রয়েছি


একজন  পরিপুষ্ট ঋষি  তরুণ হেঁটে যায়
চোখ দুটো একান্তই গৃহহীন। তুলে নেন বিশ্ব দায়িত্ব।