মহামান্য আদালত  
আমি কোন দোষ করিনি হুজুর
শুধু একচিমটে ভালবাসা পেতে চেয়েছিলাম
আর হৃদয়ভরা স্নেহ
আসলে শৈশবের অভাবটুকু  পূরণ হোক
এইটুকু দোষ হুজুর।


সত্যি বলছি আমি কোন দোষ করিনি হুজুর
আমি শুধু সন্তান হতে চেয়েছিলাম
যেখানে  প্রতিশ্রুতি পেয়েছিলাম জ্যোৎস্নার রাতে
কত সহজে অতীত স্মৃতিগুলো
সমুদ্র সৈকতের  কোল ঘেঁষে
নীলাচে অন্ধকারে  আবেগের ঢংঙে
সমান্তরালভাবে  বলে গিয়েছিল
আমি শুধু  চাঁদকে সাক্ষী রেখে শপথ নিয়েছিলাম
মৃত্যুর আগে কখনো  ছেড়ে যাবো না
এইটুকু দোষ হুজুর।


বিশ্বাস করুন, আমি কোন অন্যায় করিনি
আমি আমার কবিতার পাতায় সে সব লিখে গেছি
যতকিছু দিয়েছিল  জীবন ভরে
আমি একটুও বেইমানি করিনি হুজুর


আমাকে নিজের করেও দূরে ছুঁড়ে দেয়
আমার চোখে জল দেখে ছলচাতুরী বলে যায়
শুধু কোনো এক ছায়ার আড়ালে
আমায় অবিশ্বাস করে হুজুর
শুধু বাবা ডাকের মাঝে নাকি
বিরক্ত প্রকাশ করে হুজুর
এইটুকু দোষ  আমার  হুজুর


বাবার কাছে ছেলের যাওয়া যদি অপরাধ হয়
তাহলে শাস্তি দিন হুজুর
আমি বাবার সাথে থাকতে চাই
শুধু বাবার সাথে থাকতে চাই।